বেসরকারি পর্যায়ে লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
এখন থেকে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে মূল্য সংযোজন কর বা ভ্যাটসহ গুনতে হবে ১ হাজার ৩৩ টাকা।
বিইআরসি ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়িয়েছে ৯৯৩ টাকা, যা বাস্তবায়িত হবে ১ সেপ্টেম্বর থেকে। খবর প্রথম আলোর।
বেসরকারি পর্যায়ে দাম বাড়ানো হলেও উৎপাদনে ব্যয়ের তারতম্য না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির মূল্যে পরিবর্তন আনা হয়নি।
সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের মতোই ৫৯১ টাকা থাকছে। গাড়িতে ব্যবহৃত এলপিজির লিটারপ্রতি নতুন দাম ৫০ টাকা ৫৬ পয়সা। আগে এটি ছিল ৪৮ টাকা ৭১ পয়সা।
বিইআরসি মঙ্গলবার ভার্চ্যুয়ালি সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করে।
সংস্থাটি গত ১২ এপ্রিল দেশে প্রথম এলপিজির দাম নির্ধারণ করে। এরপর প্রতি মাসে একবার করে দাম সমন্বয় করা হচ্ছে।