মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পর ক্রিকেটারদের সঙ্গে ক্যামেরাবন্দি হন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এবং ক্লাবটির সংশ্লিষ্টরা। ছবি: মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে

মোহামেডানে যোগ দিলেন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)-এর উপস্থিতিতে ১২ সেপ্টেম্বর (রোববার) ক্লাবে যোগদান-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন ওই ক্রিকেটাররা। খবর মাছরাঙা টেলিভিশনের।

ঢাকা প্রিমিয়ার লিগের আগের আসরে মোহামেডানের হয়ে খেলেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। তাঁরা এবারও রয়েছেন। এবার তাঁদের সঙ্গে যোগ হলো মাহমুদউল্লাহ, মুশফিক, সৌম্য আর মিরাজের নাম। তারকাসমৃদ্ধ এই দল নিয়েই আগামী প্রিমিয়ার লিগে মাঠে নামতে চায় মোহামেডান। আগামী মার্চে শুরু হওয়ার কথা রয়েছে প্রিমিয়ার লিগের পরবর্তী আসর।

ওই চুক্তির মাধ্যমে মুশফিকুর রহিম আবাহনী ছেড়ে মোহামেডানে নাম লেখালেন। মাহমুদউল্লাহ ও সৌম্য এলেন গাজী গ্রুপ ক্রিকেটার্স থেকে। আর মেহেদী হাসান মিরাজ খেলাঘর থেকে মোহামেডানে ভিড়লেন।

চুক্তি স্বাক্ষরের পর মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, চ্যাম্পিয়নশিপই তাঁদের মিশন। ভালো ভালো খেলোয়াড় নিয়ে এবারের দল গঠন করেছে মোহামেডান। তিনি বলেন, ‘আমরা ভালো খেলতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার আশা রাখি।’

মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘মোহামেডান অনেক বড় একটা নাম। এর আগে এক বছর আমার এই ক্লাবে খেলার সুযোগ হয়েছিল। এবার আমাদের লক্ষ্য থাকবে মোহামেডানের সমর্থকদের চ্যাম্পিয়নশিপের স্বাদ দেওয়া।’

মুশফিকুর রহিম বলেন, ‘এটা ঠিক, তারা (মোহামেডান) বিগত কয়েকটা বছর সাফল্য পায়নি। এ জন্য এবার তারা ভালো ভালো খেলোয়াড়কে দলে নেওয়ার পরিকল্পনা করেছে। তাদের সঙ্গে চুক্তি করায় সম্মানিতবোধ করছি।’

এদিকে আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ায় মোহামেডানের সঙ্গে নিজের চুক্তি নবায়ন করতে পারেননি সাকিব আল হাসান। জানা গেছে, তিনি দেশে ফিরে চুক্তি নবায়ন করবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মোহামেডানের ক্রিকেটার তাসকিন আহমেদ বলেন, ‘এবার নিশ্চিতভাবেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকবে। গত মৌসুমের তুলনায় এবারের মৌসুমে দল আরও শক্তিশালী হয়েছে। বড় বড় নাম যুক্ত হয়েছে দলে। সুন্দরভাবে খেলতে পারলে এবার আমরা চ্যাম্পিয়ন হবো।’

সৌম্য সরকার বলেন, ‘মোহামেডানের হয়ে এবারই প্রথম মাঠে নামব আমি। অবশ্যই চাইব যেন চ্যাম্পিয়ন হয়ে স্মৃতিটা ধরে রাখতে পারি।’

মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক এজিএম সাব্বির বলেন, ‘এবার আমাদের চেষ্টা থাকবে চ্যাম্পিয়ন হওয়া।’

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) ছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহামেডানের পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুব আনাম ও মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান।