ডিএমপি বাস্কেটবল দলের হাতে বাংলাদেশ পুলিশ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা তুলে দিচ্ছেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (এইচআরএম) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বিপিএম। ছবি : ডিএমপি

বাংলাদেশ পুলিশ বাস্কেটবলে (আইজিপি কাপ) চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাস্কেটবল দল। ফাইনালে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বাস্কেটবল দলকে ৬২-৪৫ ব্যবধানে হারিয়ে এই গৌরব অর্জন করে ডিএমপি।

বুধবার (২২ মার্চ) বিকেলে রাজারবাগ পুলিশ লাইনস বাস্কেটবল গ্রাউন্ডে ‘বাংলাদেশ পুলিশ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ-২০২২’ এর ফাইনালে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ বাস্কেটবল ক্লাবের সভাপতি পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (এইচআরএম) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বিপিএম।

ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ডিএমপির কনস্টেবল মাহমুদুল হাসান। মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হন ডিএমপির কনস্টেবল কায়েস রাব্বি।

বল দখলের লড়াইয়ে দুই দলের খেলোয়াড়েরা। ছবি : ডিএমপি

প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে ডিএমপির ‘বি’ টিম বাস্কেটবল দল। তারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বাস্কেটবল দলকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে।