ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে আজ রোববার।

স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন বিভাগের ক্লাস শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে জানানো হয়, উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান বেলা ১১টায় কলাভবনের বিভিন্ন শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পরিদর্শন করবেন।

করোনাভাইরাস মহামারিতে দেড় বছর বন্ধ থাকার পর ৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। আজ পাঠদানও চালু হচ্ছে।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয়। ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় ৫৪৩ দিন বা এক বছর ৫ মাস ২৪ দিন বন্ধের পর ১২ সেপ্টেম্বর খোলা হয় স্কুল-কলেজ।