আলাদা মামলায় ২২ বছরের সাজা পাওয়া আসামিকে গ্রেপ্তার করেছে খালিশপুর থানা-পুলিশ। ছবি: কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খালিশপুর থানার অভিযানে আলাদা মামলায় ২২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার কালী শংকরপুর এলাকার একটি বাসার চতুর্থ তলা থেকে শনিবার বেলা পৌনে ২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

খালিশপুর থানা-পুলিশের একটি চৌকস দল কুষ্টিয়া পুলিশের সহায়তায় এফ এম হাদিউজ্জামান ওরফে আরিফকে (৪৫) গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন এবং ২টি গুলির খোসা উদ্ধার করা হয়।

হাদিউজ্জামানের বাড়ি খুলনার খালিশপুর থানা এলাকার আলমনগর পালপাড়া বাই লেনে। তাঁর কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারের ঘটনায় খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় অস্ত্র আইনে মামলা করেন।