আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মিয়ানমারের জান্তা সরকারের প্রধানকে শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত হয়। ছবি: সংগৃহীত

আসন্ন আসিয়ান শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইংকে।

আসিয়ানের পক্ষ থেকে শনিবার বলা হয়েছে, রক্তাক্ত সংঘাত বন্ধে সামরিক সরকারের পরিকল্পনার ব্যর্থতায় উদ্বেগ জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বাসসের।

আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে শুক্রবার গভীর রাতে এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠেয় আসিয়ান শীর্ষ সম্মেলনে থাকছেন না হ্লাইং।

আসিয়ানের বর্তমান চেয়ারম্যান ব্রুনাই এ কথা জানায়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতার দখল নেয় সেনাবাহিনী। এর পর থেকে প্রতিনিয়ত সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে রাজপথে।

এসব বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর চড়াও হয়েছে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী। এখন পর্যন্ত রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহত হয়েছে এক হাজারের বেশি মানুষ। বন্দি করা হয়েছে প্রায় ছয় হাজার জনকে।