উদ্ধার করা ট্রাক। ছবি: বাংলাদেশ পুলিশ

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন কল পেয়ে সিলেট থেকে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, গতকাল ২৬ নভেম্বর বিকেল পাঁচটায় ঢাকা থেকে কাউসার নামে একজন কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তাঁর ঢাকা মেট্রো ট-২৪-৬৫৪৩ নম্বরের ট্রাকটি সিলেট থেকে ভৈরব যাচ্ছিল কয়লা কেনার জন্য। পথে ট্রাকটির চাকার সমস্যা হওয়ায় সিলেটের দক্ষিণ সুরমা কদমতলীতে চাকা মেরামতের দোকানে যান ট্রাকচালক। সেই মেকানিক সেখানে চালক ও হেলপারকে মারধর করে অন্য এক চালক দিয়ে ট্রাকটি চালিয়ে নিয়ে চলে যান। চালকের কাছ থেকে এ বিষয়ে জেনে ঢাকায় অবস্থানরত ট্রাকমালিক কাউসার ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি ট্রাকটি উদ্ধারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল কাদের। তিনি তাৎক্ষণিকভাবে দক্ষিণ সুরমা থানায় ফোন করে ট্রাক উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য জানান। পরে ৯৯৯ ডেসপাচার এস আই জয়ন্ত চৌধুরী কলার এবং উদ্ধার সংশ্লিষ্ট সবার সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

খবর পেয়ে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে ট্রাকচালক ও হেল্পারকে উদ্ধার করে এবং কদমতলী ফল মার্কেটের সামনে থেকে ট্রাকটি উদ্ধার করে।