পুলিশের হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারিরা। ছবি: বাংলাদেশ পুলিশ।

১ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে চোলাই মদসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গতকাল ২৬ নভেম্বর ১ এপিবিএন, উত্তরার এএসপি মো. মতিউর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল ডিএমপির ভাটারা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই তিন মাদক কারবারির ভাড়া বাসার ভেতর থেকে ৮০ দশমিক ৫০ লিটার চোলাই মদ উদ্ধার করে এবং মাদক কারবারিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন মো. শরীফ উদ্দীন (২১), মো. শাহীন (২৫) ও শাহানা বেগম (৫৫)।

এর মধ্যে শাহানা বেগমের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় চারটি মাদক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তাঁরা দীর্ঘদিন ধরে চোলাই মদ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন।

ভাটারা থানায় মামলা করে আসামিদের হস্তান্তর করা হয়েছে।