জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে মহিলা শৌচাগারে ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে আটক করেছে কক্সবাজারের চকরিয়া থানা-পুলিশ।

আটক যুবকের নাম রুহুল আমিন (২৪)। তিনি চকরিয়া থানার আনোয়ার শপিং কমপ্লেক্সের একটি জুতার দোকানের কর্মচারী।

জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এক ব্যক্তি কক্সবাজারের চকরিয়া থানা এলাকার আনোয়ার শপিং কমপ্লেক্সের একটি জুতার দোকানের শোরুম থেকে ৯৯৯ নম্বরে কল করেন। কলার জানান, স্ত্রীকে নিয়ে জুতা কিনতে গিয়েছিলেন তিনি। তাঁর স্ত্রী প্রাকৃতিক প্রয়োজনে ওই শোরুমের শৌচাগারে গেলে সেখানকার এক কর্মচারী ওয়াশরুম পরিষ্কার করার অজুহাতে মোবাইল ফোনের ভিডিও অন করে রেখে দেন। তাঁর স্ত্রী বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজনকে জানালে তাঁদের সহায়তায় ভিডিও ধারণকারীকে আটক করা হয়।

জাতীয় জরুরি সেবার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি চকরিয়া থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়। সংবাদ পেয়ে চকরিয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী আইনি ব্যবস্থা নিতে অভিযুক্তকে মোবাইল কোর্টে সোপর্দ করা হয়েছে।