প্রতীকী ছবি

রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দলনেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে চারটি চাপাতি, একটি ছুরি, একটি হাতুড়ি এবং একটি রেত জব্দ করা হয়।

ডিএমপি জানায়, বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে পল্টন মডেল থানাধীন জোনাকি সুপার মার্কেট এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন ইমরান হোসেন শাহীন, মো. হিরা ব্যাপারী, জাবেদ আহমেদ বাবু, মো. আরিফ ইকবাল ও আবুল খায়ের রানা। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গোয়েন্দা রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস পিপিএম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামিদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ভাড়া্টে হিসেবে বসবাস করে ডাকাতি করতেন।

আসামিদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।