জেলার সাধারণ মানুষকে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন পুলিশি সেবা দিতে প্রথমবারের মতো ‘টক টু এসপি’ হটলাইন সেবা চালু করেছে শেরপুর জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ সেবার উদ্বোধন করেন।

এ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার আগামী ১০০ দিনে শেরপুরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ সাত কার্যক্রম ঘোষণা করেন। সেগুলো হলো মাদক নিয়ন্ত্রণে সর্বাত্মক কার্যক্রম গ্রহণ, সামাজিক অবক্ষয় সৃষ্টিকারী অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, স্পেশাল রেসপন্স টিম (এসআরটি) গঠন, টক টু এসপি সেবা চালু (হটলাইন), আপনার এসপি আপনার কাছে কার্যক্রম চালু, মাসিক পুলিশ বুলেটিন চালু ও মামলা তদন্তে বিশেষ টিম গঠন।

এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, জুয়া, ইভ টিজি, নারী নির্যাতনসহ অপরাধ দমনে জেলা পুলিশকে সহায়তার আহ্বান জানান তিনি।

সভার শুরুতেই নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শেরপুর প্রেসক্লাবের নেতারা। এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কাঁকন রেজা, সিনিয়র সহসভাপতি মলয় মোহন বল, সহসভাপতি এস এম শহিদুল ইসলাম ও আছাদুজ্জামান মোরাদসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।