বড়লেখা থানা-পুলিশের হেফাজতে কুখ্যাত ডাকাত ‘ল্যাংড়া বাবুল’। ছবি: বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজারের বড়লেখা থানা-পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত বাবুল আহমেদ ওরফে বাবুল ডাকাত ওরফে ল্যাংড়া বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বাবুল সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলার আসামি।

গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১ মে) বেলা সাড়ে ৩টার দিকে বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ আহমদ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় অভিযান চালিয়ে আসামির বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, বাবুল আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা আছে। দীর্ঘদিন ধরে বাবুল পলাতক ছিলেন। বাবুল মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কেছরীগুল গ্রামের মৃত মুজম্মিল আলীর ছেলে।

তাঁর বিরুদ্ধে সিলেটের কানাইঘাট থানা, বিয়ানীবাজার থানা, মৌলভীবাজারের বড়লেখা ও কুলাউড়া থানায় একাধিক মামলা রয়েছে।