ছবি : সংগৃহীত

চলতি বছরের বিশ্বকাপ সামনে রেখে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগামী ১১ জুন মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ব্রাজিল। প্রস্তুতি ম্যাচের অংশ হিসেবে মাঠে নামবে দক্ষিণ আমেরিকান এ দুই ফুটবল পরাশক্তি।

বুধবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে ভিক্টোরিয়ান সরকার। খবর সমকালের।

মেলবোর্নের এই স্টেডিয়ামে এর আগেও লড়েছে দুই দল। পাঁচ বছর আগে এক প্রীতি ম্যাচ খেলতে এই মাঠে নেমেছিল তারা। সে ম্যাচে ৯৫ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিল মাঠে। মেসি-নেইমারদের উপস্থিতিতে এবারও এমন কিছুই হবে বলে আশা করছে স্থানীয় সরকার।

দেশটির ট্যুরিজম, স্পোর্ট অ্যান্ড মেজর ইভেন্টস মন্ত্রী মার্টিন পাকুলা বলেছেন, বিশ্বের সবচেয়ে সফল দুটি ফুটবল দলের এমসিজিতে ফেরা বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া শহর ও অস্ট্রেলিয়ার ইভেন্ট রাজধানী হিসেবে আমাদের অবস্থানকে আরও শক্ত করবে। ফুটবল বৈশ্বিক ইভেন্ট হিসেবে পরিচিত এবং এই ক্যালিবারের একটি ম্যাচ মেলবোর্নে লাখ লাখ চোখ থাকবে এবং ভিক্টোরিয়ায় হাজার হাজার দর্শককে আকর্ষণ করবে।

ব্রাজিল ও আর্জেন্টিনার সবশেষ দেখা হয়েছিল গত সেপ্টেম্বরে সাও পাওলোতে। কোভিড প্রটোকল ভাঙার অভিযোগে বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচ শুরুর কয়েক মিনিট পর পরিত্যক্ত হয়। এরই মধ্যে দুই দল কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে।