শিরোপা উদযাপনে ব্যস্ত রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। ছবি : সংগৃহীত

সৌদি আরবের আল হিলালকে হারিয়ে পঞ্চমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে মরক্কোর প্রিন্স মাওলায় আব্দেল্লাহ স্টেডিয়ামে ৫-৩ গোলের জয় পায় লস ব্লাঙ্কোসরা।

ম্যাচের ১৩তম মিনিটে ভিনিসিয়াসের গোলে এগিয়ে যায় রিয়াল। ১৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেদে ভালভার্দে। ৯ মিনিট পর হিলালের হয়ে একটি গোল শোধ করেন মুসা মারেগা।

বিরতির পর ৫৪তম মিনিটে গোল পান ব্যালন ডি’অরজয়ী বেনজেমা। চার মিনিট পর নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন ভালভার্দে। ৭০তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান ভিনিসিয়াস। ৬৩ ও ৭৯ মিনিটে হিলালের হয়ে গোল করে পরাজয়ের ব্যবধান কমান লুসিয়ানো ভিয়েত্তো।

ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়ায় শিরোপা জিতে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা।