জব্দ করা হেরোইন। ছবি : ডিএমপি

রাজধানীর দারুসসালাম থানা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ। এ সময় হেরোইন পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

ডিএমপি জানায়, শনিবার (১১ ফেব্রুয়ারি) রাতে টেকনিক্যাল মোড় এলাকা থেকে আসামি মো. আল আমিন ও মো. জুলমতকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিমের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল আলম মুজাহিদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রাকের মাধ্যমে হেরোইনের একটি চালান টেকনিক্যাল মোড়ের দিকে আসছে, এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। ট্রাকটি সেখানে আসামাত্রই মাইক্রোবাস দিয়ে ঘিরে ফেলা হয়। ট্রাক রেখে পালানোর সময় আল আমিন ও জুলমতকে গ্রেপ্তার করা হয়। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে ২ কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

জব্দ করা ট্রাক। ছবি : ডিএমপি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

আসামিদের বিরুদ্ধে দারুসসালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।