কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ শেষের ১৮ ঘণ্টার মধ্যে মাঠে নামে পিএসজি। স্বাভাবিকভাবেই দলে ছিলেন না মেসি-নেইমারসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে তাঁদের অনুপস্থিতি বুঝতে দেননি এমবাপ্পে। আক্রমণভাগে নেতৃত্ব দিয়েছেন বীরদর্পে। জয়সূচক গোল করার পাশাপাশি ও সতীর্থের গোলে অবদান রেখে ম্যাচের নায়ক হয়েছেন এই ফ্রেঞ্চম্যান।

শুক্রবার রাতে অঁজির বিপক্ষে ম্যাচটিতে শুরুতেই পিছিয়ে পড়েছিল পিএসজি। তবে ঘুরে দাঁড়িয়ে লিগ ওয়ানের ম্যাচটি ২-১ ব্যবধানে জিতেছে মাওরিজিও পচেত্তিনোর শিষ্যরা।

ফুলগিনির গোলে পিছিয়ে পড়ার পর দানিলো পেরেইরার লক্ষ্যভেদে সমতায় ফেরে প্যারিসের দলটি। শেষ দিকে ব্যবধান গড়ে দেন কিলিয়ান এমবাপ্পে।

লিগে প্রথম আট রাউন্ডে জয়ের পর আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে রেনের মাঠে ২-০ গোলে হেরেছিল তারকায় ঠাসা দলটি। ঘরের মাঠে খেলতে নেমে কষ্টে হলেও জয়ে ফিরল তারা।

১০ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলা লঁস ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।

চ্যাম্পিয়ন্স লিগে আগামী মঙ্গলবার লাইপজিগের মুখোমুখি হবে পিএসজি।