সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের সমালোচনাকে ইতিবাচক হিসেবে দেখছে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিল।

তাদের দৃষ্টিতে দেশের বড় এ টি-টোয়েন্টি ইভেন্টটি প্রচারে সাকিবের মন্তব্য ভালোই হয়েছে। খবর বাসসের।

বিপিএল শুরুর দুই দিন আগে কর্তৃপক্ষের সমালোচনা করে সাকিব বলেন, ‘বিসিবির অনিচ্ছা-পরিকল্পনার অভাবের কারণে টুর্নামেন্টটি প্রচারণায় ব্যর্থ হয়েছে।’

শুধু সমালোচনা করেই ক্ষান্ত হননি সাকিব। তিনি আরও জানান, শুরু থেকেই বিপিএল ব্যর্থ হয়েছে। প্রধান নির্বাহীর দায়িত্ব পেলে পুরো বিপিএল বদলে দেবেন তিনি।

এমন সমালোচনার পর আলোচনা চলছে ক্রিকেট মহলে, কিন্তু বিপিএল যখন ধীর গতিতে এগিয়েছে, তখন সাকিবের সমালোচনাকে বিসিবির কাছে নেতিবাচক প্রচারের মতো মনে হয়েছে।

আলোচনা যেমন হোক, বিসিবি তা মেনে নিয়েছে। প্রধান নির্বাহী হিসেবে সাকিবকে স্বাগত জানিয়েছে টুর্নামেন্টের আয়োজক বিপিএল গভর্নিং কাউন্সিল।