আইসিসি বিশ্বকাপ সুপার লিগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজটি জয় দিয়েই শুরু করল স্বাগতিক শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে লঙ্কানরা। খবর বাসসের।

পাল্লেকেলেতে প্রথমে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দলকে ৮০ রানের সূচনা এনে দেন জিম্বাবুয়ের দুই ওপেনার তাকুদজওয়ানাশে কাইতানো ও রেগিস চাকাবা। ৪২ রান করে আউট হন কাইতানো। তবে ৭২ রানের ইনিংস খেলেছেন চাকাবা। তবে জিম্বাবুয়ের মিডল ও লোয়ার-অর্ডার ব্যাটাররা ব্যর্থ হন। অবশ্য ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন সিন উইলিয়ামস। তার ব্যাটে ভর করেই বড় স্কোর পায় জিম্বাবুয়ে। ৫০ ওভারে ৯ উইকেটে ২৯৬ রান করে সফরকারীরা। শ্রীলঙ্কার চামিকা করুনারত্নে ৬৯ রানে ৩ উইকেট নেন।

শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কা ও দিনেশ চান্ডিমাল ৭৫ রান করে করেন। ৭১ রান করে দলের জয়ে অবদান রেখেছেন চারিথ আসালঙ্কাও। এতে ৯ বল বাকি থাকতেই ৫ উইকেটে ৩০০ রান করে জয় নিশ্চিত হয় শ্রীলঙ্কার। ম্যাচসেরা হন চান্ডিমাল।