গ্রেপ্তার আসামি মো. শহীদ মিয়া। ছবি: বাংলাদেশ পুলিশ।

জামালপুর জেলার সদর থানার পুলিশ অভিযান চালিয়ে চাঞ্চল্যকর শাওন হোসেন ফরিদ (১৮) হত্য মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে।

জেলার পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ স্যারের সার্বিক নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজের তত্ত্বাবধানে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে
শাওন হোসেন হত্যা মামলার
এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. শহিদ মিয়াকে (৪৫) ৯ দিবাগত রাত দেড়টার সময় সদর থানাধীন জোকা এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি ও দেখানো মতে ঘটনাস্থলের কাছে পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।

আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য ,গত ৪ জুন ত বিকাল আনুমানিক সাড়ে ৫টার সময় সদর থানাধীন নান্দিনা সাকিনের নেকজাহান রোডের শাহীন স্কুলের সামনে শাওন হোসেন ফরিদকে আসামি তার সাথে থাকা ধারালো ছুরি দিয়ে বুকের ডান পাশে সজোরে আঘাত করে । আশপাশের লোকজন গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।