ডিবি পুলিশের হেফাজতে গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ ১৭০ পিস ইয়াবা, ১৫ বোতল ফেনসিডিল, ১৭৩ বোতল মদ এবং ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে। গ্রেপ্তার করেছে ৬ জন মাদক কারবারিকে।

৮ জুন রাতে ডিবি যশোরের একটা চৌকস টিম যশোর চৌগাছা থানাধীন মধ্যমপুর গ্রাম থেকে জনৈক মো. আলী হোসেন (৩২) নামের মাদক কারবারিকে ১৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন।

উদ্ধার আলামতের মূল্য ৪৫ হাজার টাকা। এ-সংক্রান্তে ডিবির এএসআই (নিরস্ত্র) মো. শফিউর রহমান বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।

একই দিন বিকেলে ডিবি যশোরের আরেকটি চৌকস টিম যশোর বাঘারপাড়া থানার দয়ারামপুর এলাকায় অভিযান চালিয়ে মো. ইকবাল হোসেন (৩৪) ও মো. জসিম উদ্দিন (৩৯) নামের দুজন মাদক কারবারিকে ১৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।

উদ্ধার আলামতের মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় ডিবির এসআই (নিরস্ত্র) নিতাই চন্দ্র দাস বাদী হয়ে বাঘারপাড়া থানায় এজাহার দায়ের করেন।

৯ জুন বিকেলে ডিবি যশোরের একটা চৌকস টিম যশোর চৌগাছা থানার পুড়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. শুকুর আলী (৫০) ও মো. রশিদুল ইসলাম (৪৪) নামের দুই মাদক কারবারিকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে।

উদ্ধার আলামতের মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় ডিবির এসআই (নিরস্ত্র মো. সোলায়মান আক্কাস বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।

একই দিন সন্ধ্যায় ডিবি যশোরের আরেকটি চৌকস টিম যশোর কোতোয়ালি মডেল থানাধীন চুড়ামনকাঠি কুনডুপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. মিন্টু (৪৫) নামের মাদক কারবারিকে ১৭৩ বোতল মদসহ গ্রেপ্তার করেন।

উদ্ধার আলামতের মূল্য ৩৪ হাজার টাকা। এ ঘটনায় ডিবির এসআই (নিরস্ত্র) মো. শাহিনুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেন।