পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

নীলফামারীর জলঢাকা থানা-পুলিশের পৃথক অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জুয়াড়ি এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) পুলিশ জানায়, জলঢাকা পৌরসভাধীন কদমতলী ও বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. পাভেল ইসলাম (২৫), মো. আব্দুর রাজ্জাক (৩৫), মো. মোখলেছার রহমান (৩৪), মো. বাদশা মিয়া (৩৭), মো. ইউনুস আলী (২৭), মো. রব্বানী হোসেন (২৪), মো. জিল্লুর রহমান (৩৬), মো. জিয়ারুল ইসলাম (৩২), মো. খাইরুল ইসলাম (৩৮) ও মো. মনোয়ার হোসেন (২৩)।

অপর আসামিরা হলেন মো. সিরাজুল ইসলাম (২৬), মো. আলমগীর হোসেন (৩০), মো. শাহিন আলম (২৫), মো. লিটন ইসলাম (১৯) ও মো. হুমায়ুন কবির (২২)।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুক্তারুল আলম জানান, সংশ্লিষ্ট আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।