সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্। ছবি : বাংলাদেশ পুলিশ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনসের মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্। সঞ্চালনা করেন জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর।

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট নিকুলিন চাকমা, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন।

পরে সুনামগঞ্জ পুলিশ লাইনস স্কুলের শিক্ষার্থীদের জন্য আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

রচনা প্রতিযোগিতায় বিজয়ী সুনামগঞ্জ পুলিশ লাইনস স্কুলের এক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্। ছবি : বাংলাদেশ পুলিশ

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হাসান রাশেদ পরাগ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ, সুনামগঞ্জ পুলিশ লাইনস স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।