পুলিশি হেফাজতে আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

যশোর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল কৃষকের বেশে চুরি হওয়া ২ ভরি ৪ আনা স্বর্ণালংকার উদ্ধার করেছে।

সোমবার (১৬ মে) বিকেলে যশোর কোতোয়ালি থানাধীন তপস্বীডাঙ্গা এলাকা থেকে আসামি আবু সাইদকে (৪০) গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ জানায়, গত বছরের ২৯ আগস্ট রাতে যশোর কোতোয়ালি থানাধীন খড়কি বামনপাড়া রোডের মো. রেজাউল করিমের বাড়ির গ্রিল কেটে ঘরে ঢুকে মোট ৬ ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল ফোন, ৬ হাজার ৫০০ টাকা চুরি করেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এ ঘটনায় রেজাউল করিম কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত ২২ অক্টোবর চুরির সঙ্গে জড়িত মূল আসামি শাকিলসহ ৫ জনকে গ্রেপ্তার করে ডিবি। এ সময় তাঁদের কাছ থেকে ১ ভরি স্বর্ণের চেইন, ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তবে বাকি স্বর্ণালংকার আসামি আবু সাইদের কাছে থাকায় তখন উদ্ধার করা সম্ভব হয়নি। তবে হাল ছাড়েনি গোয়েন্দা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে গত সোমবার আবু সাইদের অবস্থান শনাক্ত করা হয়। পরে কৃষকের বেশে অভিযান চালিয়ে আসামি আবু সাইদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পুলেরহাট বাজারের একটি স্বর্ণের দোকান থেকে ২ ভরি ৪ আনা স্বর্ণ এবং স্বর্ণ বিক্রির টাকা উদ্ধার করা হয়।

পরে আসামিকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলেও জানায় পুলিশ।