চৌমুহনীতে আগুনের খবর পেয়েই সেখানে ছুটে যান নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম (পিপিএম)। ছবি: বাংলাদেশ পুলিশ

বৃহত্তর নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবর পেয়েই ছুটে গেছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম (পিপিএম)। অংশ নিয়েছেন আগুন নিয়ন্ত্রণে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চৌমুহনীতে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় চৌমুহনী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে অংশ নেন পুলিশ সুপার। ছবি: বাংলাদেশ পুলিশ

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলামও (পিপিএম) ঘটনাস্থলে ছুটে যান।

চৌমুহনী ফায়ার স্টেশনের ডিউটি ম্যান আবদুস সালাম জানান, পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছেই তাৎক্ষণিকভাবে মাইজদী ফায়ার সার্ভিসকে আসতে বলেন।

ঘটনাস্থল থেকে মাইজদীসহ বিভিন্ন জায়গার ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেন নোয়াখালীর পুলিশ সুপার। ছবি: বাংলাদেশ পুলিশ

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে নিজেও অংশ নেন পুলিশ সুপার। ছবি: বাংলাদেশ পুলিশ

পুলিশ সুপারের নির্দেশে মাইজদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।

এরপরই চাটখিল, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ, ফেনী ও লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো চৌমুহনী বাজারের উদ্দেশে যাত্রা করে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে নিজেও অংশ নেন পুলিশ সুপার। ছবি: বাংলাদেশ পুলিশ

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে নিজেও অংশ নেন পুলিশ সুপার। ছবি: বাংলাদেশ পুলিশ