সংবাদ সম্মেলনে কথা বলছেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান। ছবি : বাংলাদেশ পুলিশ

শেরপুরে অটোরিকশাচালক মোশারফ হোসেন (৪৩) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে শ্রীবরদী থানা-পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত আন্তজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) জেলা পুলিশ জানায়, নীলফামারীর জলঢাকা থানা এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন ময়মনসিংহের মুক্তাগাছা থানা এলাকার মো. আবু হানিফ (৬০), কিশোরগঞ্জ সদর থানা এলাকার মো. আতিকুর রহমান (৩৫), জামালপুর সদর থানা এলাকার মো. ইউছুফ আলী (২৭) এবং নীলফামারী সদর থানা এলাকার মো. লুকমান হেকিম (৪৩)।

জেলা পুলিশ জানায়, ১৩ সেপ্টেম্বর সকালে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া গ্রামের অটোরিকশাচালক মোশারফ হোসেনের (৪৩) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। পরদিন ১৪ সেপ্টেম্বর ভুক্তভোগীর ছেলে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।

মামলাটি তদন্তের একপর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে চেতনানাশক ওষুধসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

পরে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর, টাঙ্গাইল ও জামালপুরে অভিযান চালিয়ে ছিনতাই করা অটোরিকশাসহ মো. ওবায়দুল হককে গ্রেপ্তার করা হয়।