পুলিশের হেফাজতে গ্রেপ্তার সন্ত্রাসী। ছবি-সংগৃহীত।

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে বিদেশি পিস্তল, গুলিসহ হায়দার আলী (২৬) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হায়দার আলী চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা গ্রামের মিয়াজি পাড়ার মৃত মো. শফি ওরফে কসাই শফির ছেলে। সে বর্তমানে চান্দগাঁও থানাধীন মোহরা জান আলী হাট রেলস্টেশন এলাকার একটি কলোনিতে ভাড়া বাসায় থাকে।

গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে চান্দগাঁও থানার ১৪ নম্বর গ্যারেজ-সংলগ্ন হাজি আবদুল লতিফ জামে মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর জাগো নিউজের।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার ১৪ নম্বর গ্যারেজের পূর্ব পাশে হাজি আবদুল লতিফ জামে মসজিদের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে হায়দার আলীকে আটক করা হয়। এ সময় তাঁকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি জব্দ করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

ওসি বলেন, গ্রেপ্তার হায়দার আলীর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, মাদক, ছিনতাইসহ মোট আটটি মামলা বিচারাধীন।