সিলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও এপিবিএনের যৌথ অভিযান। ছবি: বাংলাদেশ পুলিশ

সিলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৭ এপিবিএন) যৌথ অভিযান পরিচালনা করেছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপশহর এলাকায় ১৪ আগস্ট (রোববার) বেলা সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্য ন্ত অভিযানটি পরিচালিত হয়।

এপিবিএন জানায়, ১৪ আগস্ট বেলা সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট ও ৭ এপিবিএনের যৌথ অভিযান পরিচালনার সময় এসএমপির উপশহর এলাকায় পাঁচটি দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় মোট ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।