জব্দ হওয়া ২০টি চোরাই মোবাইল ফোন। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ২০টি চোরাই মোবাইল ফোনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-ওয়ারী বিভাগের একটি টিম। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জুয়েল মিয়া, আবু তালেব, ইসমাইল হোসেন, হাসান ও পারভেজ হোসেন। খবর ডিএমপি নিউজের।

গতকাল বৃহস্পতিবার ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াছ হোসেনের (পিপিএম-সেবা) নেতৃত্বে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইলিয়াছ হোসেন জানান, কয়েকজন ব্যক্তি বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেটের সামনে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ২০টি চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা করা হয়েছে।