চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ১৭ আগস্ট। এর তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ২৫ সেপ্টেম্বর। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ২৬ সেপ্টেম্বর। শেষ হবে ৪ অক্টোবর।

আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা রুটিন থেকে এসব তথ্য জানানো হয়। খবর আজকের পত্রিকার।

রুটিন অনুযায়ী, এ বছর এইচএসসিতে সব বিষয়ে পরীক্ষার সময় হবে ২ ঘণ্টা ৩০ মিনিট। সকাল শিফটের পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টায় পর্যন্ত চলবে। আর বিকেল শিফটের পরীক্ষা শুরু হবে বেলা ২টা থেকে, চলবে বিকেল ৫টা পর্যন্ত। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।

প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সময় ২৫ মিনিট। আর সৃজনশীল পরীক্ষা হবে ২ ঘণ্টা ৩৫ মিনিট।

সাধারণত এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হয়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গত কয়েক বছর নির্ধারিত সময়ে এ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এই কারণে এক বছর পরীক্ষা না নিয়েই শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। আর ২০২১ ও ২০২২ সালে পরীক্ষা নেওয়া হয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে।

এর আগে এ বছরের এইচএসসি পরীক্ষা জুলাইয়ে নেওয়ার কথা ছিল। কিন্তু সিলেবাস শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়।