নেত্রকোনার পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ‘মুক্তির মহানায়ক’। ছবি : বাংলাদেশ পুলিশ

নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘মুক্তির মহানায়ক’ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত ম্যুরালটি উদ্বোধন করেন মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল উদ্বোধন করছেন মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। ছবি : বাংলাদেশ পুলিশ

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান মাননীয় প্রতিমন্ত্রী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালের সামনে নেত্রকোনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলাদেশ পুলিশ

সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত কুমার সরকার সজল, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট জান্নাত আফরোজ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, নেত্রকোনা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।