বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে গুরুত্বপূর্ণ মুর্হূতে বারবার ছোট ছোট ভুল না করা এবং অ্যাপ্রোচে পরিবর্তন আনার ওপর জোর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

প্রথম চার দিন সমানে সমান লড়াই করার পরও ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের ১০ উইকেটের হারের পর এমন মন্তব্য করেন ডোমিঙ্গো। খবর বাসসের।

ঢাকা টেস্টে হারের কারণে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পরাজয় বরণ করে বাংলাদেশ। এর আগে চট্টগ্রামে প্রথম টেস্ট ড্র হয়েছিল।

ঢাকা টেস্ট শেষে আজ ডোমিঙ্গো বলেন, ‘ কিছু পরিবর্তন আনতে হবে। আমরা একটি বা দুটি ব্যাপার দেখতে পারি। দুই ইনিংসেই যথাক্রমে ২৪ রানে ৫ উইকেট ও ২৩ রানে ৪ উইকেট পতনের পর টেস্ট জয় সম্ভব নয়। আমাদের কিছু পরিবর্তন করতে হবে। গত ৬-৮ মাসে এটি অনেকবার ঘটেছে।’

তিনি বলেন, ‘আমরা চার দিন লড়াই করেছি এবং একটি সেশনে খারাপ করার কারণে ফেরার উপায় ছিলো না। আমি নিশ্চিত, এটি খেলোয়াড়দের জন্যও সমান হতাশাজনক। তারা লড়াইয়ে ফিরছে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে খেলা থেকে ছিটকে পড়ছে।’

ডোমিঙ্গো আরও বলেন, ‘শ্রীলঙ্কার ছয় উইকেট পতনের পরও তারা শেষ পর্যন্ত ড্র (প্রথম টেস্ট) করে। ওয়েস্ট ইন্ডিজ ৪০০ রানের টার্গেট স্পর্শ করে ফেলে। এর আগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও গুরুত্বপূর্ণ মুহূর্তে কিছু ছোট ছোট ভুল করেছি।’