বিবিসির কার্যালয়। ছবি: সংগৃহীত

প্রথাগত সম্প্রচারমাধ্যম থেকে ডিজিটাল মাধ্যমে রূপান্তরে অগ্রাধিকার এবং আর্থিক সংকট মোকাবিলার অংশ হিসেবে এক হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)।

বিবিসি বলেছে, ‘ডিজিটলি-ফাস্ট পাবলিক সার্ভিস মিডিয়া সংস্থা গঠনের’ লক্ষ্যে আধুনিক বিশ্বের সঙ্গে ধাপে ধাপে পদক্ষেপে পরিবর্তন আনবে। শ্রোতাদের তাদের পছন্দের বিষয়বস্তু তুলে ধরা হবে। খবর বাসসের।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বের বিভিন্ন ভাষায় পরিষেবাগুলো একটি একক ডিজিটাল ওয়াল্ড সার্ভিসে পরিণত হবে। এর ফলে শিশুদের চ্যানেল সিবিবিসি, বিবিসি ফোর এবং রেডিও ফোর এক্সট্রাসহ চ্যানেলগুলোর প্রথাগত সম্প্রচার বন্ধ হয়ে যাবে।