বিজিবির লোগো। ছবি: সংগৃহীত

কক্সবাজারে প্রায় ৩৯৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের সদস্যরা শুক্রবার এগুলো ধ্বংস করে।

বিগত ১ বছরে সীমান্তসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৩৯৫ কোটি ৭৬ লাখ ৪৭ হাজার ৫৭৫ টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করে বিজিবি।

কক্সবাজার রিজিয়নের উদ্যোগে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল প্রধান অতিথি ছিলেন।
ওই সময় কক্সবাজারের সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক, ১০ পদাতিক ডিভিশনের জিওসিসহ উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তা, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।