গাজীপুরে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

গাজীপুরে হেরোইন ও ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা-পুলিশ। সদর থানা এলাকার পূর্ব বিলাশপুর এলাকা থেকে ৮ জুন (বৃহস্পতিবার) দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামির নাম মালা (৩৮)। তাঁর কাছ থেকে ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন, ৬ হাজার ৬০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জিএমপির উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জিএমপির সদর থানা-পুলিশের একটি দল ৮ জুন বেলা আড়াইটার দিকে সদর থানার পূর্ব বিলাশপুর এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে মালাকে গ্রেপ্তার করে। এ সময় পিপাসা আক্তার (৩০) নামের এক আসামি পালিয়ে যায়। পরে মালার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসার খাটের নিচ থেকে ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন এবং ৬ হাজার ৬০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি জানায়, রাজশাহীর গোদাগাড়ী থেকে হেরোইন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ইয়াবাগুলো ৩০ লাখ টাকার বিনিময়ে সংগ্রহ করেছিলেন তিনি। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে জিএমপি সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।