বক্তব্য দিচ্ছেন সহকারী পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল আউয়াল সরদার। ছবি: বাংলাদেশ পুলিশ

টাঙ্গাইলে পুলিশ ট্রেইনিং সেন্টারের (পিটিসি) এফপিইউ হলরুমে বাংলাদেশ পুলিশের সদস্যদের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে উপপরিদর্শকদের ‘Investigation Refreshers Course For Sub Inspector (UB) Batch-18 এর উদ্বোধন হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় এই কোর্স শুরু করা হয়।

পুলিশ ট্রেইনিং সেন্টারে উপস্থিত প্রশিক্ষণার্থীদের একাংশ। ছবি: বাংলাদেশ পুলিশ

শনিবার (১০ জুন) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিটিসি টাঙ্গাইলের ডেপুটি কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলম।
বক্তব্য দিচ্ছেন সহকারী পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল আউয়াল সরদার। ছবি: বাংলাদেশ পুলিশ

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফারিয়া আফরোজ, সহকারী পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল আউয়াল সরদার, পিটিসি টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (ট্রেনিং) আনোয়ারুল আজমসহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা।