সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

সাতক্ষীরায় ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (১ মে) জেলার পাটকেলঘাটার ছোটকাশিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের (পিপিএম) দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. সজীব খানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।

সাতক্ষীরা থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং আইনশৃঙ্খলা রক্ষায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মোহসীন তরফদার, সহকারী উপপরিদর্শক (এএসআই) জিহাদ আলী ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি দীপক দাস (৩৮) পাটকেলঘাটা উপজেলার কাশিপুরের চৈতন্য দাসের ছেলে। তাঁর বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।