নাটোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার আব্দুল আওয়াল।

নাটোর সদর থানার দিঘাপতিয়া উত্তরা গণভবন এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (১ মে) ডিবি নাটোরের উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার স্যানালের নেতৃত্বে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি আব্দুল আওয়াল (৪০) নাটোর সদর থানার ভাতুরিয়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে। এসআই আশীষ কুমার স্যানাল নাটোর থানায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

জানা যায়, উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার স্যানাল নাটোর সদর থানার দিঘাপতিয়া উত্তরা গণভবন এলাকায় বিশেষ ডিউটি পালন করছেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আব্দুল আওয়াল তাঁর বসতঘরে দেশীয় অস্ত্রশস্ত্রসহ অসৎ কাজের উদ্দেশ্যে অবস্থান করছেন।

উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য এসআই আশীষ কুমার স্যানাল তাঁর সঙ্গীয় অফিসার, ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে আব্দুল আওয়ালকে গ্রেপ্তার করেন। তাঁর বিরুদ্ধে নাটোর থানায় সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।

পরে আওয়ালের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বসতবাড়ির দক্ষিণ ঘরের উত্তর-পূর্ব কর্নার থেকে একটি তরবারি, একটি ছোরা, দুটি রামদা ও দুটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।