জব্দ করা গাঁজা। ছবি: ডিএমপি নিউজ

রাজধানীর খিলগাঁও থেকে ২৬ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ (ডিবি)।

তাঁরা হলেন মো. ফরহাদ উদ্দিন, জাহাঙ্গীর আলম, মো. মজিবুর রহমান ও মো. সালাউদ্দিন।

বুধবার (২৫ মে) রাত ৮টা ৫ মিনিটের দিকে খিলগাঁও থানার গভ. স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম। খবর ডিএমপি নিউজের।

অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম রেজাউল হক বলেন, কিছু মাদক কারবারি কুমিল্লা থেকে পিকআপ ভ্যানে গাঁজা নিয়ে ঢাকার দিকে আসছেন বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম খিলগাঁও থানার গভ. স্টাফ কোয়ার্টার জামে মসজিদের বিপরীত পাশের যাত্রীছাউনির সামনে অবস্থান নেয়। সেই পিকআপ ভ্যানটি এলে পুলিশ মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিয়ে থামানোর সঙ্গে সঙ্গে পালানোর সময় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।