চট্টগ্রামে চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় বাসচালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর দ্য ডেইলি স্টারের।

বৃহস্পতিবার (২৫ মে) হাটহাজারী থানার কুয়াইশ এলাকা থেকে বাসচালক আনোয়ার হোসেন টিপু ও চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকা থেকে সহকারী জনি দাশকে গ্রেপ্তার করা হয়।

নগরের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে বাস থেকে পড়ে গুরুতর আহত ওই পোশাককর্মী জ্ঞান ফেরার পর অভিযোগ করেন, বাসে তাঁকে ধর্ষণের চেষ্টা করেছিলেন চালক। তাঁর হাত থেকে বাঁচতে ওই তরুণী চলন্ত বাস থেকে লাফ দিয়ে আহত হন।

১৯ মে রাতে নগরের শাহ আমানত সেতুর সংযোগ সড়কের রাহাত্তারপুল এলাকায় এ ঘটনা ঘটে। বাসটি ছিল ওই পোশাক কারখানার কর্মীদের যাতায়াতের জন্য ভাড়া করা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে ওই তরুণী মঙ্গলবার (২৪ মে) বিকেলে নগরের ভাড়া বাসায় ফেরেন। বুধবার (২৫ মে) তাঁর বাসায় বাকলিয়া থানার ওসি রাশেদুল হকসহ নারী কর্মকর্তারা যান। ওই দিন সন্ধ্যায় তরুণীর মা বাকলিয়া থানায় একটি মামলা করেন।