প্রতীকী ছবি

উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ৫ জানুয়ারি (বুধবার) পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়া ও জাপান এ তথ্য জানিয়েছে।

চলতি বছর এটিই উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, গ্রিনিচ সময় ৪ জানুয়ারি রাত ১১টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় ৫ জানুয়ারি ভোর ৫টা ১০ মিনিট) উত্তর কোরিয়া সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা একে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে উল্লেখ করেছেন।
তিনি বলেছেন, গত বছর থেকে উত্তর কোরিয়া অব্যাহতভাবে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে। এটি সত্যিই দুঃখজনক।

এদিকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার আগে গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, উত্তর কোরিয়া তার সামরিক সক্ষমতা বাড়ানোর কাজ অব্যাহত রাখবে।