কুড়িগ্রামের নাগেশ্বরী থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামের নাগেশ্বরী থানা-পুলিশ অভিযান চালিয়ে ভূরুঙ্গামারী থেকে চুরি যাওয়া অটোরিকশা, মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে। নাগেশ্বরী থানা এলাকা থেকে ২৬ জানুয়ারি (শুক্রবার) দিবাগত রাত পৌনে ৪টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিদের নাম মো. জরিপ উদ্দিন (২৭), মো. শাহীন আলম (২৮), মো. আসাদুল হক (৩৬) ও মো. মফিজুল ইসলাম (৪০)।

জেলা পুলিশ জানায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি দল ২৬ জানুয়ারি দিবাগত রাত পৌনে ৪টার দিকে নাগেশ্বরী থানার ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরীগামী সড়কের বাঁশতলা এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তল্লাশি করে যাত্রীবেশে থাকা চোর চক্রের চার সদস্য জরিপ, শাহীন, আসাদুল ও মফিজুলকে একটি বোল্ট কাঁটার, চোরাই অটোরিকশা, একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, নাগেশ্বরী এলাকা থেকে অটোরিকশা চুরি করে দীর্ঘদিন ধরে অন্যত্র বিক্রি করে আসছিল চক্রটি। নাগেশ্বরী থানা-পুলিশ দীর্ঘদিন ধরে চক্রটির কার্যক্রম অনুসরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৬ জানুয়ারি দিবাগত রাতে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।