সিলেট জেলার গোয়াইনঘাট থানায় আয়োজিত আনন্দ আয়োজনের একটি মুহূর্ত। ছবি: বাংলাদেশ পুলিশ

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের উদ্যোগে গোয়াইনঘাট থানায় অনুষ্ঠিত হয়েছে আনন্দ আয়োজন। ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) আয়োজিত এই অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক সন্ধ্যা, র‍্যাফল ড্র ও নৈশভোজ।

আনন্দ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম-সেবা। বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম-সেবা। উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানের একপর্যায়ে গোয়াইনঘাট থানার সাবেক অফিসার ইনচার্জ কে এম নজরুলকে বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা ক্রেস্ট দেওয়া হয়।

সিলেট জেলার গোয়াইনঘাট থানায় আয়োজিত আনন্দ আয়োজনের একটি মুহূর্ত। ছবি: বাংলাদেশ পুলিশ

সাংস্কৃতিক সন্ধ্যায় ঢাকা থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতীক হাসান এবং গায়িকা কাজী নওরিন গান পরিবেশন করেন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল র‍্যাফল ড্র। লটারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে অফিসার ও ফোর্সদের সঙ্গে নৈশভোজে অংশ নেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও পুলিশ সুপার।

এর আগে সিলেট জেলার বালাগঞ্জ, কানাইঘাট, ওসমানীনগর, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ মডেল ও জকিগঞ্জ থানায় আনন্দ আয়োজন হয়েছে। জেলার অন্যান্য থানায়ও পর্যায়ক্রমে এমন আয়োজন করা হবে।