কুড়িগ্রামে পুলিশের অভিযানে বিদেশি মদসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রামে পুলিশ অভিযান চালিয়ে ৪৭ বোতল বিদেশি মদ, আড়াই কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। কুড়িগ্রামের কচাকাটা ও ভূরুঙ্গামারী থানা-পুলিশ ২৯ ডিসেম্বর (শুক্রবার) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামিদের নাম মো. মফিজুল (৩৯) ও মো. ফরিদুল ইসলাম (২১)।

জেলা পুলিশ জানায়, কুড়িগ্রামের কচাকাটা থানা-পুলিশ ২৯ ডিসেম্বর দিবাগত রাত সোয়া ১২টার দিকে কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢ়ালুয়াবাড়ি বালাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারি মফিজুলকে ৪৭ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার করেছে। একই রাতে ভূরুঙ্গামারী থানা-পুলিশ থানার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ফরিদুলকে আড়াই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে।

কুড়িগ্রামে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে কচাকাটা ও ভূরুঙ্গামারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ