গ্রেপ্তার ডাকাত কামরুল ও জব্দ করা অস্ত্র। ছবি: বাংলাদেশ পুলিশ

সিলেট জেলার গোয়াইনঘাট থানা-পুলিশের আভিযানিক দল শুক্রবার (২৯ ডিসেম্বর) উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সতি এলাকা থেকে ডাকাত কামরুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করেছে। কামরুলের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, চোরাচালানসহ ৯টি মামলা রয়েছে।

গ্রেপ্তার অপর তিনজন ব্যক্তি হলেন গোয়াইনঘাট উপজেলার সতি এলাকার জুলেখা বেগম (৫৫), রুনা আক্তার রুমি (২৩) ও আব্দুল বাসিত (২২)।

অভিযানকালে এসআই কামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কামরুল ইসলামের বসতঘরে ঢুকলে কামরুল রামদা দিয়ে আক্রমণ করে দুজন পুলিশ সদস্যকে গুরুতর জখম ও বাকি ৭ জনকে আহত করে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে একটি রাবার বুলেট ছুড়লে তা আসামির পায়ে লাগে।

এ সময় আসামির মা জুলেখা বেগম, বোন রুনা আক্তার রুমি ও ফুফাতো ভাই আব্দুল বাসিত দেশীয় অস্ত্র নিয়ে কামরুলকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য হামলা করলে জুখেলা বেগম আহত হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। পরোয়ানাভুক্ত আসামি কামরুল ও তার মাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কামরুলকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ধারালো দা, তরবারি, চায়নিজ কুড়াল জব্দ করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।