দলিত সম্প্রদায়ের লোকজনের মাঝে কম্বল বিতরণ করছে পুলিশ। ছবি: বাংলাদেশ পুলিশ

কুড়িগ্রাম জেলার উলিপুরের নাগরাকুড়া এলাকায় দলিত সম্প্রদায়ের ১৩০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) জেলা পুলিশের উদ্যোগে ও বিকাশের সহযোগিতায় এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, বিকাশের ইভিপি অ্যান্ড হেড অব ডিপার্টমেন্ট অবসরপ্রাপ্ত মেজর এ কে এম মনিরুল করিম, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান, টিআই (প্রশাসন) মো. মোস্তাফিজুর রহমান ও স্থানীয় চেয়ারম্যান।

কম্বল বিতরণের সময় পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, জেলা পুলিশ সব সময় কুড়িগ্রামের নাগরিকদের বিশেষ করে কিছুটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের মাঝে কম্বল বিতরণ করার মাধ্যমে তাদের শীত কিছুটা নিবারণের আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সকল থানা সদরসহ থানা অধিক্ষেত্রের চরসমূহে ৫০০০ মানুষকে জেলা পুলিশের পক্ষে কম্বল বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম জেলা পুলিশ ধারাবাহিকভাবে চালিয়ে যাবে মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।