ডিবি পুলিশের হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারিদের একজন। ছবি: বাংলাদেশ পুলিশ।

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা, ৩ কেজি গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

ডিবির এসআই মো. জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে কুলিয়ারচর থানাধীন মধ্য সালুয়া এলাকায় অভিযান চালায়। এ সময় হুয়াল নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে তার কাছে থাকা ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

একই দিন ডিবির এসআই ফারুক আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় কিশোরগঞ্জ থানাধীন জনতা স্কুল রোড গাইটাল নয়াপাড়া এলাকা থেকে মো. শাহ আলমকে (২৫) গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।

একই দিন ডিবির আরেকটি টিম ভৈরব থানাধীন জগন্নাথপুর দক্ষিণপাড়ার রেনু মিয়ার মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. সোহেল মিয়া (৩৫) ও মো. ফয়সাল মিয়া(২৮) নামের দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়।

ওপরের ৩টি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।