মানিকগঞ্জের সিংগাইরে নবজাতকের পা পোড়ানোর ঘটনায় গ্ৰেপ্তার হওয়া তিনজন। ছবি: মানিকগঞ্জ জেলা পুলিশ

গত ১৮ মার্চ রাতে সিজারিয়ান অপারেশন রোগী তাজ নাহারের (২৫) নবজাতক ছেলে-শিশুকে মানিকগঞ্জের সিংগাইর থানাধীন আঙ্গারিয়া গ্ৰামের ডা. কেরামত আলী হাসপাতালে গাইনী চিকিৎসক মাহমুদা সুলতানা সাকী, সেবিকা শিরিনা আক্তার, আয়া দিপালী রানী দাস ও ক্যাশিয়ার মো. জাহিদ খানের চরম অবহেলায় নবজাতক শিশুর দুই পা পুড়ে যায়। গরম থেরাপি দেওয়ার সময় অবহেলার কারণে শিশুটি এভাবে গুরুতর জখম হয়।

এ ঘটনায় ওই শিশুর বাবা মোঃ শুকুর আলী বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করিলে মামলা হয়। মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, পিপিএম-বার এর দিক-নির্দেশনায় এবং সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলামের তত্ত্ববধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সেবিকা শিরিনা আক্তার, আয়া দিপালী রানী দাস ও ক্যাশিয়ার মো. জাহিদ খানকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।