ডিবি পুলিশের হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারিরা। ছবি: বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে এক হাজার ৬০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

জেলা ডিবির একটি চৌকস টিম ১১ জুন রাত সাড়ে ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার মহিনন্দ হাজী ইসরাইল মেহেরুন্নেছা টেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে অভিযান চালিয়ে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তাঁরা মাদক বিক্রি করছিলেন। তাঁদের কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন মো. ইলিয়াছ (২০), আব্দুল্লাহ (১৮) এবং কামরুল ইসলাম (২৮)।

মো. ইলিয়াছ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং এলাকার সামছুল আলমের ছেলে, আবদুল্লাহ একই এলাকার নবী হোসেনের ছেলে এবং কামরুল ইসলাম কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার মহিনন্দ এলাকার আব্দুল খালেকের ছেলে।

গ্রেপ্তার মাদক কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা পরস্পর যোগসাজশে কক্সবাজার জেলা থেকে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য কিনে এনে কিশোরগঞ্জ জেলাসহ আশপাশের এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছেন।

এ ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।