উদ্ধার করা গরু। ছবি: বাংলাদেশ পুলিশ

নেত্রকোনার সদর মডেল থানা-পুলিশ চুরি হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই চারটি গরু উদ্ধার এবং চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, নেত্রকোনা জেলার সদর থানার গাবরাগাতি গ্রামের কৃষক মো. শিপন মিয়ার (২৮) সাতটি গরুর মধ্যে দুটি গরু গত ২৮ মে ভোররাতে গোয়ালঘর থেকে চুরি হয়।

চুরি যাওয়া দুটি গরুর আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা করেন শিপন মিয়া।

এরপরই চোরাই গরু উদ্ধারে নামে নেত্রকোনা মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুল হকের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি টিম ২৮ মে বিভিন্ন জায়গায় অভিযান চালায়।

অবশেষে রাত সাড়ে ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলার কেন্দুয়া থানাধীন সিংহেরগাঁও ক্লাবঘর মোড় এলাকা থেকে শিপন মিয়ার চুরি যাওয়া ২টি গরু, সঙ্গে আরও ২টি গরুসহ মোট ৪টি চোরাই গরু উদ্ধার এবং গরুচোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিজাম মিয়া (৩৫), তাজ্জত আলী (৩৮), রুপতন ( ৪০) ও মামুন (২৭)। তাঁদের কাছ থেকে গরু বহনকারী একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়।