পুলিশের হেফাজত গ্রেপ্তার চোর চক্রের চার সদস্য ও উদ্ধার করা অটোগাড়ি। ছবি: বাংলাদেশ পুলিশ।

নেত্রকোনা শহর থেকে চুরি হওয়া একটা অটোগাড়ি উদ্ধার ও গাড়িচোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা সদর মডেল থানার পুলিশ।

জানা গেছে, ২ জুন নেত্রকোনার পূর্বধলা থানার শালদিঘা এলাকার বাসিন্দা মো. রুবেল মিয়ার একটি অটোগাড়ি নেত্রকোনা শহরের সাতপাই বাইতুল আমান জামে মসজিদের সামনে থেকে চুরি হয়।

অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা করেন রুবেল মিয়া।

মামলা হওয়ার পরপরই অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুল হকের সার্বিক তত্ত্বাবধানে মডেল থানা-পুলিশের একটি বিশেষ টিম চোরাই অটোগাড়ি উদ্ধার অভিযানে নামে।

সারা দিন বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর অবশেষে নেত্রকোনা শহরের কালীবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অটোগাড়ি চোর চক্রের সদস্য মোশাররফ হোসেনকে। পরে মোশাররফকে সাথে নিয়ে নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে অটোচোর চক্রের আরও তিন সদস্য রুক্কু চৌহান, কবির মিয়া ও মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা অটোগাড়ি চুরি করার কথা স্বীকার করেন। তাঁদের দেওয়া তথ্যমতে অবশেষে ময়মনসিংহ জেলার গাছতলা বাজার এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় চুরি যাওয়া অটোগাড়িটি।